বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১, ০৮:৫১:৫৫

এবার দেখা দিয়েছে বার্ড ফ্লু’র আতঙ্ক, শুধু হরিয়ানায় ৪ লাখের বেশি পোলট্রির মুরগির মৃত্যু

এবার দেখা দিয়েছে বার্ড ফ্লু’র আতঙ্ক, শুধু হরিয়ানায় ৪ লাখের বেশি পোলট্রির মুরগির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির মাঝেই ভারতে আবারো দেখা দিয়েছে বার্ড ফ্লু’র আতঙ্ক। দেশটির বিভিন্ন রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে এই ফ্লু। ইতোমধ্যে কেরালা, রাজস্থান, হিমাচল প্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে বার্ড ফ্লু নিশ্চিত করা হয়েছে।

গত কয়েক দিনে চারপাশ থেকে বার্ড ফ্লু’র খবর আসতে থাকায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাডভাইজরি জারি করে রাজ্যগুলোকে অ্যালার্ট করা হয়েছে। এরই মধ্যে শুধু হরিয়ানায় ৪ লাখের বেশি পোলট্রির মুরগি মারা যাওয়ার খবর এসেছে। এর জেরে কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ুতে সতর্কতা জারি করেছে কেন্দ্র।

সরকারি সূত্রের খবর, হরিয়ানার পঞ্চকুলা জেলাতেই গত ১০ দিনে ২০টি ফার্মের কমপক্ষে ৪ লাখ মুরগি মারা গেছে। বার্ড ফ্লু বলে আশঙ্কা করা হলেও নিশ্চিত করে এখনো কিছু জানা যায়নি। কেরালা বার্ড ফ্লুর এইচ৫এন৮ স্ট্রেন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই মঙ্গলবার থেকে হাস-মুরগি ‘কালিং’ শুরু করে দিয়েছে। হিমাচলে ২ হাজারের উপর অতিথি পাখির মৃত্যুর খবরে জম্মু-কাশ্মিরও বার্ড ফ্লু নিয়ে সতর্ক। মধ্যপ্রদেশ ও রাজস্থানেও অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্র থেকে জানানো হয়েছে, যে যে রাজ্যে বার্ড ফ্লুয়ের সতর্কতা জারি করা হয়েছে, সেসব রাজ্যে আগামী ১৫ দিন হাঁস-মুরগি-ছাগলের গোশত, সব ধরণের মাছ, ডিম ও পোলট্রিজাত পণ্যের কেনাবেচা ও সরবরাহ বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে।

তবে পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব না পড়লেও আশঙ্কিত সাধারণ প্রতিপালক এবং মুরগি খামারের মালিকরা। উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনেও। পরিস্থিতির উপর কড়া নজর রাখার জন্য জেলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে রাজ্য ভেটেরিনারি কাউন্সিল। রাজ্য প্রাণিসম্পদ দফতরের পক্ষ থেকেও জেলায় জেলায় সতর্কবার্তা পাঠানো হয়েছে। বার্ড ফ্লু আটকাতে রাজ্যের বিভিন্ন মুরগি খামারে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা হলো পাখিদের এক ধরনের জ্বর। যার জন্য দায়ী এইচ৫এন১ ভাইরাস। বার্ড ফ্লু রোগে আক্রান্ত হাঁস-মুরগির গোশত ও ডিম থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস। এইচ৫এন১ ভাইরাস আক্রান্ত অতিথি পাখিদের মাধ্যমে এই রোগ খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে।

পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘আমাদের রাজ্যে এখনো বার্ড ফ্লু’র কোনো সন্ধান মেলেনি। ফলে আমাদের চিন্তার কিছু নেই। তা সত্ত্বেও আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।’ সূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে