শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১, ১০:৩৮:১৪

করোনা থেকে বাঁচতে একাই কিনলেন বিমানের সব টিকিট!

করোনা থেকে বাঁচতে একাই কিনলেন বিমানের সব টিকিট!

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা থেকে বাঁচতে সবাই মুখে মাস্ক ও হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে। কিন্তু এই ব্যক্তি করোনা থেকে বাঁচতে একাই বিমানের সব টিকিট কিনে পুরো বিমানটিই ভাড়া করে নিয়েছে। যদিও বিষয়টা শোনার পর অবাস্তব মনে হচ্ছে কিন্তু এটাই সত্য ঘটনা।

শনিবার (৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তায়।

লকডাউনের সময় এক দেশ থেকে অন্য দেশে যেতে অনেকেই প্রাইভেট বিমান ভাড়া করেছেন। কিন্তু বর্তমানে আর সেই পরিস্থিতি নেই, তা সত্ত্বেও রিচার্ড মুলজাদি নামে জার্কাতার ওই বাসিন্দা নিজের স্ত্রীর সঙ্গে বালি যাওয়ার জন্য ‘বাটিক এয়ার’ বিমান সংস্থার একটি বিমানের সব টিকিট নিজেই কেটে ফেলেন! মুলজাদি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে এ কথা জানান।

মুলজাদি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, আমরা চেয়েছিলাম, শুধু দুজনই যেন বিমানে যাতায়াত করি। সে জন্য বিমানের যতগুলো সম্ভব টিকিট কেটে নিয়েছি। প্রাইভেট বিমান ভাড়া করার থেকে এতে অনেক কম অর্থ খরচ করেছি।

বিমানের সব টিকিট কেনার জন্য তার ঠিক কত টাকা খরচ হয়েছে তা তিনি জানাননি। ওই বিমান সংস্থা জানিয়েছে, বিমানে সত্যিই আর কোনো যাত্রী ছিল না। ওই দম্পতি কেবল নিজেদের নামেই টিকিট কেটেছেন। অনেকেই আবার মনে করছেন, অন্য নামে হয়তো বাকি টিকিটগুলো কেটেছেন মুলজাদি। এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই অবাক হয়েছেন।

যদিও এমন কাণ্ড এটিই তার প্রথম নয়, এর আগেও একবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। নিজের পোষ্য কুকুরের জন্মদিনে তাকে আস্ত একটি গাড়ি উপহার দিয়েছিলেন। সেই গাড়ির নম্বর প্লেটে আবার খোদাই করা ছিল সেই পোষ্য কুকুরের জন্মদিনের তারিখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে