শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:২৮:৪২

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনার টিকা নিষিদ্ধ করলো ইরান

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনার টিকা নিষিদ্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনার টিকা আমদানি নিষিদ্ধ করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, পশ্চিমা দেশ দুটির টিকা যে কতটা অকার্যকর তা সেখানকার মৃত্যুর সংখ্যাই বলে দিচ্ছে।

খামেনি বলেন, ইরানে মার্কিন এবং ব্রিটিশ টিকা আমদানি নিষিদ্ধ। আমি কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আর এখন জনসম্মুখে বলছি। তাদের প্রতি আমার কোনো আস্থা নেই। কখনো কখনো তারা অন্য জাতির ওপর টিকা পরীক্ষা করতে চায়। যদি যুক্তরাষ্ট্র একটি টিকা উৎপাদনে সক্ষম হতো, তাহলে তারা নিজেদের দেশে করোনা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হতো না।

মধ্যপ্রাচ্যে করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। গত মাসের শেষের দিকে তারা নিজেদের করোনা টিকার মানব পরীক্ষা শুরু করেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিওটারের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ১২ লাখ ৭৪ হাজার ৫১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৬ হাজার ১৮ জন। সূত্র: আনাদেলু এজেন্সি ও আরব নিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে