সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ০৮:৩২:০৭

ইতিহাসের ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে বেহাল কাশ্মীরের জনজীবন

ইতিহাসের ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে বেহাল কাশ্মীরের জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের ভয়াবহ তুষারঝড়ের কবলে কাশ্মীর। তীব্র তুষারপাত হয় কাশ্মীরে। শুভ্র বরফে ঢাকা পড়েছে পথঘাট, তীব্র শীতে জবুথবু অবস্থা সবার। তাপমাত্রা শূন্যের অনেক নিচে অবস্থান করায় তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে। যানবাহন বরফে আটকা পড়ায় স্থবির অবস্থা সৃষ্টি হয় সড়কগুলোতে। 

পরে বরফ কেটে কেটে যানবাহন সরানোর ব্যবস্থা করা হয়। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নিচে নেমে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গেল দুদিন থেকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় ভারত অধ্যুষিত কাশ্মীরের শ্রীনগরের চিত্রও এখন ফ্যাকাসে। 

বিভিন্ন রাস্তায় বরফ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেকেই কর্মস্থলে যাচ্ছেন পায়ে হেঁটেই। কনকনে শীতে তারপরও জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হওয়া। এরই ফাঁকে চায়ের কাপে যেন একটুখানি উষ্ণতার সন্ধান। বৈর আবহাওয়ায় বেশ কিছু এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। 

এর প্রভাবে দেশটির নয়াদিল্লি, পাঞ্জাব আর হরিয়ানায় পড়ে সেসব এলাকার তাপমাত্রাও অনেক নেমে আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। স্থানীয় একজন বলেন, 'তুষারপাতের কারণে আমরা অনেক দুর্ভোগের মধ্যে রয়েছি। কাজে যাওয়ার সময় কোন গাড়িঘোড়া পাচ্ছি না। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ। বলা যায়, একরকম অচলাবস্থার মধ্যেই দিন কাটাচ্ছি আমরা।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে