‘সন্ত্রাস নির্মূলে ভারতের নকশানুযায়ী কাজ করছে পাকিস্তান’
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসীদের চিরতরে নির্মূলের জন্য ভারতের দেয়া নকশানুযায়ী কাজ করছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, প্রতিশ্রুতি মোতাবেক ভারত সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে পাকিস্তান। ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা সংক্রান্ত তথ্য নয়াদিল্লি ইসলামাবাদকে দিয়েছে বলে কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দেয়। এতে পাঠানকোটে হামলারও নিন্দা জানানিয়ে বলা হয়, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় শিকার সুতরাং পাঠানকোটের ঘটনায় যেসব পরিবার স্বজন হারিয়েছেন তাদের বেদনা ইসলামাবাদ বুঝতে পারে
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পাঠানকোটে সন্ত্রাসী হামলা সংক্রান্ত সূত্রের কথা পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়াকে জানিয়েছেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
টেকসই সংলাপ প্রক্রিয়ায় দু দেশের প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত বলেও এতে উল্লেখ করা হয়।
৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�