মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১, ০৯:১৮:০২

ক্রমাগত পাকিস্তান এবং চিন ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে: ভারতের সেনাপ্রধান

ক্রমাগত পাকিস্তান এবং চিন ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে: ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতের ভূখণ্ডে ঢুকে যাওয়ায় আটক করা হয়েছিল এক চিনা সেনাকে। সেই ঘটনার প্রেক্ষিতে চিন দাবি করেছিল, অন্ধকারে পথ ভুলে ভারতের ভূমিতে ঢুকে পড়েছে ওই সেনা। কিন্তু মঙ্গলবার 'আর্মি ডে' উপলক্ষ্যে ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে যা বললেন, তা রীতিমতো উদ্বেগজনক। এদিন তিনি বলেন, সীমান্তে যৌথ ষড়যন্ত্র করছে চিন ও পাকিস্তান। আর সেই ষড়যন্ত্র মোটেই হেলাফেলার মতো নয়।

সাংবাদিক বৈঠকে নারাভানে বলেন, 'পাকিস্তান এবং চিন দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ। আর তাই তাঁরা যৌথভাবে যে ষড়যন্ত্র করছে, তা উপেক্ষা করা যাবে না। লাদাখে আমাদের সেনারা অনেক এলাকায় টহল দিচ্ছে। নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এলাকা। সেখান থেকে সেনা সরানোর কোনও পরিকল্পনাই নেই। আর লাদাখ নিয়ে চিন যদি আলোচনার টেবিলে সব মিটিয়ে নেয়, তা হলে স্বাগত। কিন্তু পালটা প্রত্যাঘাত করতেও ভারতীয় সেনা প্রস্তুত।'

এরপরই সেনাপ্রধান রীতিমতো উদ্বেগের সুরে বলেন, 'ক্রমাগত পাকিস্তান এবং চিন ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। তাঁদের ষড়যন্ত্র তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতকে তাই একমুখী নয়, বরং দ্বিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।' জুনের অশান্তির পর ভারত ও চিনের কোর-কম্যান্ডার স্তরের প্রায় আটটি বৈঠক হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এখনও সাব-জিরো তাপমাত্রায় সেনা, ট্যাঙ্ক ও সশস্ত্র বাহিনী মোতায়েন রেখেছে দু’পক্ষই। আগ্রাসনের ব্যাপারে পারস্পরিক দোষারোপ জারি রেখেছে দুই দেশ।

গত জুনে গলওয়ানে ভারত ও চিনের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি উদ্বেগজনক। অন্য বছর শীতকালে লাদাখ সীমান্ত থেকে দু’দেশই সেনা সরিয়ে নেয়, কিন্তু এ বার চিনের আগ্রাসনের কথা মাথায় রেখে সেনা বহাল রেখেছে ভারত। একই ভাবে উল্টোদিকে হাজির চিনা সেনাও। এই পরিস্থিতিতে গত অক্টোবরেও পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়েছিলেন এক চিনা সেনা। ওয়াং ইয়া লং নামে ওই সেনাকে চুশুল-মলডো মিটিং পয়েন্টে বেজিংয়ের হাতে তুলে দিয়েছিল ভারত। কিন্তু এবার সেনাপ্রধান যে উদ্বেগের কথা শোনালেন, তাতে আবার নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে