বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১, ০৯:৩৯:১২

আইন করে নিজের বড় ছেলেকে ক্রাউন প্রিন্স বানালেন ওমানের সুলতান

আইন করে নিজের বড় ছেলেকে ক্রাউন প্রিন্স বানালেন ওমানের সুলতান

আন্তর্জাতিক ডেস্ক : নিজের বড় ছেলেকে ওমানের ক্রাউন প্রিন্স মনোনয়ন করলেন দেশটির নতুন সুলতান। মধ্যপ্রাচ্যের দেশটির ইতিহাসে ক্রাউন প্রিন্স মনোনয়নের ঘটনা এটাই প্রথম। মঙ্গলবার নতুন এক উত্তরাধিকার আইন প্রকাশের মাধ্যমে এই মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করেন সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদ। সোমবার এ বিষয়ে প্রথম একটি ডিক্রি তথা নির্দেশনা জারি করেন সুলতান।  

মঙ্গলবার সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা দেয়া হয়। এই ঘোষণায় ক্রাউন প্রিন্সের নাম উল্লেখ করা হয়নি। তবে বড় ছেলে ধি ইয়াজান বিন হাইতামকেই ক্রাউন প্রিন্স বলে ধরে নেয়া হচ্ছে। বর্তমানে সরকারের সংস্কৃতি, খেলাধুলা ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ধি ইয়াজান। 

নতুন মৌলিক আইনের ৫ নং আর্টিকেলে বলা হয়েছে, সুলতানের অবর্তমানে তার বড় পুত্র সুলতান হবেন। এভাবে সন্তানদের বয়সের ক্রমানুসারে তারা সুলতানের মর্যাদা লাভ করবেন। ২০২০ সালের ১১ জানুয়ারি তার চাচাত ভাই কাবুস বিন সাইদের উত্তরসুরি হিসেবে শাসনভার লাভ করেন সুলতান আল সাঈদ। ইতিপূর্বে তিনি দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।

উল্লেখ্য, ওমানের সাবেক সুলতান ও চাচাত ভাই সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ২০২০ সালের ১০ জানুয়ারি মৃত্যুবরণ করেন। হাইসাম বিন তারিক পরের দিন ১১ জানুয়ারি দেশটির সুলতান হিসেবে শপথ নেন। সুলতান কাবুস বিন সাইদ নিজের উত্তরসুরির নাম কাগজে লিখে রেখে যান। সে অনুযায়ী ২০২০ সালের ১১ জানুয়ারি হাইসাম বিন তারিক আল সাইদকে ওমানের নতুন সুলতান ঘোষণা করা হয়। সূত্র : আলজাজিরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে