আমেরিকার চাপে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোটে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়াল আমেরিকা। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পাঠানকোটে যারা হামলা চালিয়েছে, পাকিস্তান তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেই আশা করছে আমেরিকা। পাঠানকোটে হামলায় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জড়িত থাকার যে প্রমাণ মিলেছে, তা পাকিস্তান সরকারের কাছে পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে দিল্লিও। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
পাঠানকোটে পাকিস্তানের যোগসূত্রের তথ্য-প্রমাণ দিয়ে পাকিস্তানকে নথি পাঠাল ভারত। সূত্র বলছে, সেই নথিতে তুলে ধরা হয়েছে জঙ্গিদের ফোন কলের রেকর্ড। পাকিস্তানের যে যে জায়গা থেকে ফোন কলগুলি করা হয়েছিল, তার ঠিকানা দেওয়া রয়েছে প্রমাণ হিসেবে। হামলা চলাকালীন জঙ্গিরা বারবার পাকিস্তানে ফোন করেছে, কখনও সেই ফোন কলের সময় কম কখনও আবার দীর্ঘ সময়ের ফোন কল। সূত্রের খবর, জঙ্গিদের শনাক্ত করে জানা গিয়েছে তাদের পরিচয়। তিন জঙ্গি আশফাক আহমেদ, হাফিজ আবদুল শকুর, কাসিম জান পাকিস্তানের বাসিন্দা। এই হামলার পেছনে জইশ-ই-মহম্মদের হাত থাকারও বেশকিছু প্রমাণ পাঠিয়েছে দিল্লি। যত তাড়াতাড়ি সম্ভব ইসলামাবাদ যাতে জইশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেজন্য আমেরিকা চাপ তৈরি করা হয়েছে পাকিস্তানের উপর।
আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, 'পাকিস্তান সরকার এ বিষয়ে খুব দৃঢ়ভাবে বক্তব্য রেখেছে। তারা এ বিষয়ে কড়া পদক্ষেপ নিবে বলেই আমরা আশা করছি। অবিলম্বে সমস্ত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া উচিত পাকিস্তানের।' সন্ত্রাসীদের বিরুদ্ধে সব দেশকে একত্র হওয়ারও আহ্বান জানিয়েছেন কিরবি।
পাকিস্তান পাঠানকোট নিয়ে মন্তব্য করার পরই এই বক্তব্য রখেছেন কিরবি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত থেকে তথ-প্রমাণ পেশ করেছে, তার উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে ইসলামাবাদ।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�