বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ০৬:১৪:৫৪

'যাদের ভারতের টিকায় আস্থা নেই তারা পাকিস্তানে যাক'

'যাদের ভারতের টিকায় আস্থা নেই তারা পাকিস্তানে যাক'

আন্তর্জাতিক ডেস্ক : দুই-এক দিনের মধ্যেই ভারতে শুরু হবে টিকাকরণ কর্মসূচি৷ এরই মধ্যে বেফাঁস মন্তব্যে বিতর্কে জড়ালেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সিং সোম৷ মিরুট জেলার সরধনা কেন্দ্রের বিধায়ক সঙ্গীত সোম বিতর্ক উস্কে বলেন, যে সকল মুসলিমদের ভারতের তৈরি ভ্যাকসিনে আস্থা নেই, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত৷ এহেন মন্তব্যে ফের ছড়ায় বিতর্কের আগুন৷

এখানেই শেষ নয়৷ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, যে সকল মুসলমান নরেন্দ্র মোদিকে বিশ্বাস করেন না, দেশের বিজ্ঞানীদের বিশ্বাস করেন না, তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই৷ তাদের অবিলম্বে পাকিস্তানে চলে যাওয়া উচিত৷ প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই একটি গুজব মাথাচাড়া দিয়েছে৷ বলা হচ্ছে করোনা ভ্যাকসিনে রয়েছে শুয়োরের জিলেটিন৷ ফলে করোনা ভ্যাকসিন নিয়ে মুসলিম সমাজের মধ্যে একটা উদ্বেগ দেখা দিয়েছে৷ 

এই গুজবের মাঝেই এহেন বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ৷ বহু প্রত্যাশিত কোভিড ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছে ভারতের মানুষ৷ আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিনের টিকারকরণ৷ সবার আগে টিকা দেওয়া হবে চিকিৎসক-নার্স সহ সকল স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্ট লাইন ওয়ার্কারদের৷ এই টিকাকরণের জন্য খরচ হবে ৩ কোটি টাকা৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছিলেন, প্রথম ধাপে ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারের টিকাকরণের খরচ বহন করবে সরকার৷ ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডয়া (ডিসিজিআই) দুটি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে৷ একটি হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং অপরটি ভারত বায়োটেকের কোভ্যাকসিন৷ 

অক্সফোর্ডের কোভিশিল্ড টিকা ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট৷ পুরো ভারতে শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিনের বণ্টন৷ এর আগে ভারতের নয়টি মুসলিম সংগঠন জানিয়েছিল তারা চীনের তৈরি ভ্যাকসিন নেবে না৷ কারণ এই ভ্যাকসিনে রয়েছে শুয়োরের চর্বি৷ ভারতের তৈরি ভ্যাকসিনেও শুয়োরের চর্বি মেশানো রয়েছে বলে গুজব ছড়িয়েছে৷ এই গুজব উড়িয়ে দিয়েছে ভারত সরকার৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে