বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ০৬:৩২:৪৮

ধর্মান্তরন নিয়ে পশ্চিমবঙ্গেও আইন আনবে বিজেপি

ধর্মান্তরন নিয়ে পশ্চিমবঙ্গেও আইন আনবে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মান্তরন নিয়ে পশ্চিমবঙ্গেও আইন আনবে বিজেপি। ক্ষমতায় এলে ধর্ম পরিবর্তনকে অপরাধ হিসেবে গণ্য করার আইন নিয়ে আসা হবে। এমনটাই দাবি করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা নরোত্তর মিশ্র।  মধ্যপ্রদেশেও পাশ হয়ে গিয়েছে এই আইন। 

বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সভা করতে গিয়েছিলেন বিজেপির এই কেন্দ্রীয় পর্যবেক্ষক। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'মধ্যপ্রদেশে আমরা ধর্মরক্ষার স্বার্থে 'লাভ জিহাদ' আইন এনেছি। আমি বলছি, বাংলায় বিজেপি ক্ষমতায় আসা মাত্রই এখানেও এই আইন লাগু করা হোক, এটাই আমি চাই।' মধ্যপ্রদেশের মন্ত্রীর এই 'আস্ফালনে' গর্জে উঠেছে সকল রাজনৈতিক দলই।

এবারই অবশ্য প্রথম নয়, গত মাসে দুর্গাপুরে 'চায়ে পে চর্চা'য় যোগ দিয়ে নরোত্তম মিশ্র জানিয়েছিলেন, এ রাজ্যে গো-সংরক্ষণ ও লাভ-জেহাদ আইন চালু হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। অর্থাৎ, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে অদূর ভবিষ্যতে গো-সংরক্ষণ ও লাভ জেহাদ বিরোধী আইন চালু হতেই পারে বলে আভাস আগেই দিয়েছিলেন নরোত্তম মিশ্র। এবার স্পষ্ট ভাষাতেই নিজের মনের কথা জানালেন তিনি। 

উল্লেখ্য, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলেও নরোত্তম মিশ্রকে পশ্চিমবঙ্গের রাঢ় বঙ্গের ৫৭টি বিধানসভা আসনের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে বিজেপি। লাভ জিহাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিজেপি সরকারের আনা বিয়ের নামে ধর্মান্তর রোধ আইনে আপাতত কোনও স্থগিতাদেশ দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। চার সপ্তাহ পরে ফের হবে শুনানি। সূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে