মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৫:০৪:৩৭

আফগানিস্তানে হামলা, ফের টার্গেট ভারতীয় দূতাবাস

আফগানিস্তানে হামলা, ফের টার্গেট ভারতীয় দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে জঙ্গি হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরণ। মঙ্গলবার বিস্ফোরণ হল ভারতীয় দূতাবাসের খুব কাছে জালালাবাদ শহরে। তবে, এই ঘটনায় হতাহতের কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রবিবারের সেই স্মৃতি এখনো মনে পড়ে। মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাসে হামলা চালায় একদল জঙ্গি। ভারতীয় কনস্যুলেটরে টার্গেট করে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। আফগানের সেনাবাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা করলে পাশের একটি বহুতলা ভবনে ঢুকে পড়ে জঙ্গিরা। তবে সেই বহুতল ভবনের ছাদে আফগানিস্তনের সেনাবাহিনীর হেলিকপ্টার নেমে প্রায় ২৪ ঘণ্টার গুলিবিনিময়ের পর, সোমবার রাতে সেই সব জঙ্গিদের শেষ করতে সক্ষম হয়। এই ঘটনায় ভারতীয় দূতাবাসের কোনও কর্মী আহত হয়নি। তবে এখন পর্যন্ত এই হামলার দায়ও স্বীকার করেনি কোনো সংগঠন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় আফগানিস্তানে। ভারতীয় দূতাবাস থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে জালালাবাদে বিস্ফোরণ হয়। ভারতীয় দূতাবাস ছাড়াও বিস্ফোরণ স্থলের কাছেই রয়েছে পাকিস্তান ও ইরানের দূতাবাসও। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এবার জঙ্গি নিশানায় কারা ছিল, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে