রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ১২:০৭:১৩

ইমরান খানের ব্যক্তিগত মুখপাত্রের পদত্যাগ

ইমরান খানের ব্যক্তিগত মুখপাত্রের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত মুখপাত্র নাদিম আফজাল চান পদত্যাগ করেছেন। পিটিআইয়ের এ নেতা গত ১৩ জানুয়ারি ইমরান খানের কাছে পদত্যাগ পাঠিয়েছিলেন। প্রথমে গ্রহণ করতে না চাইলেও পরবর্তীতে তার পদত্যাগপত্র নিতে  সম্মত হন ইমরান খান। 

দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদীয় বিষয়ক বিশেষ সহকারী নাদিম আফজাল চানের পদত্যাগ গ্রহণ করেছেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র ডন এর খবরে বলা হয়, পদত্যাগের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি নাদিম আফজাল চান। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেও শাসকদল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়ছেন না বলেও জানান তিনি।  

এর আগে সরকারের নীতিগত বিভিন্ন বিষয়ে মতানৈক্যের জেরে গত বছর ইমরান খানের দুই বিশেষ সহকারী পদত্যাগ করেছিলেন। তারা হলেন- ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জাফর মির্জা ও ডিজিটাল পাকিস্তান বিষয়ক বিশেষ সহকারী তানিয়া এইড্রাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে