মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৫:৩০:৩৫

এবার সৌদি আরবের সমালোচনায় তুরস্ক

এবার সৌদি আরবের সমালোচনায় তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমরের মৃত্যুদণ্ডের ঘটনায় তুরস্ক নজিরবিহীনভাবে সৌদি সরকারের সমালোচনা করেছে। তুর্কি উপ প্রধানমন্ত্রী ও সরকারের মুখপাত্র নুমান কুরতুলমুস বলেছেন, শেখ নিমরকে রাজনৈতিক উদ্দেশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে কুরতুলমুস বলেন, শেখ নিমরের মৃত্যুদণ্ডের বিষয়ে তুরস্কের সমর্থন নেই এবং আংকারা মনে করছে- এ মৃত্যুদণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। তিনি বলেন, ‘আমরা সবসময় সব ধরনের সর্বোচ্চ শাস্তির বিরুদ্ধে, বিশেষ করে যখন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যুদণ্ড দেয়াহয় তখন অবশ্যই তার বিরুদ্ধে আমাদের অবস্থান।’ শেখ নিমরকে মৃত্যুদণ্ড দেয়ার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার বিষয়ে কুরতুলমুস বলেন, ‘বিভিন্ন ঘটনায় এ অঞ্চল এরইমধ্যে বিস্ফোরণোন্মুখ অবস্থায় রয়েছে। অনেক হয়েছে, এখন এ অঞ্চলে শান্তির দরকার।’ এর পাশাপাশি তিনি ইরান ও সৌদি আরবকে শান্ত হওয়ার আহ্বান জানান। শেখ নিমরের মৃত্যুদণ্ডের প্রতিবাদ করায় সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত এক বছরের মধ্যে তিনবার সৌদি আরব সফর করেছেন। তিনি সর্বশেষ গত ২৮ ডিসেম্বর সৌদি আরব সফর করেন। দেশ দুটি সিরিয়া ও ইরাকের মতো জটিল ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তারপরও সৌদি আরবের এই মৃত্যুদণ্ডের বিষয়ে তুরস্ক সমালোচনা করল। সে কারণে একে নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে