সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ০৪:৪৮:১০

করোনার ভ্যাকসিন গ্রহণে বিভিন্ন দেশে পার্শ্বপ্রতিক্রিয়া

করোনার ভ্যাকসিন গ্রহণে বিভিন্ন দেশে পার্শ্বপ্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভ্যাকসিন গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর। ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগের পর ৪৪৭ জনের শরীরে পার্শ্বপতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। পার্শ্বপ্রতিক্রিয়ার খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকেও। 

এমন অবস্থার মধ্যেই সিনোভ্যাক ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি দুইটি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রাজিল। শনিবার থেকে ভারতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় গণটিকার কর্মসূচি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিন প্রয়োগ শুরুর পরই আসতে শুরু করেছে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর।

প্রাথমিক খবরে এখন পর্যন্ত চার শতাধিক স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও ক্রমান্বয়ে এ শঙ্কা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নরওয়েতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ১৩ জনের মৃত্যুর পর এ বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। মৃত্যুর সঠিক কারণ খুঁজতে গবেষণার পাশাপাশি এখন ভ্যাকসিন প্রয়োগের নতুন কিছু পরামর্শ সংযুক্ত করা হয়েছে।

পার্শ্বপ্রতিক্রিয়া হলেও থেমে নেই ভ্যাকসিন কার্যক্রম। রোববার চীনা ওষুধ কোম্পানির সিনোভ্যাক ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি দুইটি ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়া হয় ব্রাজিলে। এ দিনেই ৫৪ বছর বয়সী এক নার্সকে ভ্যাকসিন প্রয়োগের মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্পেনে প্রথম ডোজের পর এবার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যকর্মীদের মাঝে আগামী তিন সপ্তাহে দ্বিতীয় ডোজের কার্যক্রম শেষ হলে পরবর্তী গণহারে প্রয়োগ করা হবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। চীনের সিনোফার্মের তৈরি ভ্যাকসিনের প্রথম চালান সার্বিয়ায় পৌঁছেছে। রোববার সার্বিয়ায় বেলগ্রেড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রথম চালানের ১০ লাখ টিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে