বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ১১:২৩:১৫

ট্রাম্প যুগের অবসান, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বাইডেন

ট্রাম্প যুগের অবসান, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারীর তাণ্ডবের মাঝেই ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করলেন জো বাইডেন। শপথগ্রহণের পরই তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাপিটল হিলে তার সঙ্গেই শপথ নিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ বিশিষ্টরা। জাতীয় সংগীত পরিবেশন করেন লেডি গাগা। তাদের শপথগ্রহণ সময় অভূতপূর্ব বেশ কিছু জিনিস দেখা গেল যা আগে কখনও হয়নি। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল ক্যাপিটল হিলের ন্যাশনাল মলে দর্শকের অনুপস্থিতি। এর আগে প্রতিবার শপথগ্রহণ অনুষ্ঠান যাতে সাধারণ দর্শক দেখতে পারেন, তার জন্য প্রায় দু'লক্ষ টিকিট বিক্রি হয়। 

এবার কোভিডের ধাক্কায় তা হয়নি। বরং সেই জায়গাটা ভরানো হয়েছে লক্ষ-লক্ষ আমেরিকান পতাকা দিয়ে। এবারই প্রথম বাইডেন এবং হ্যারিসের সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণ শক্তি মোতায়েন করেছে ন্যাশনাল গার্ড। অন্যান্য বার ন্যাশনাল গার্ডের হাজার দশেক নিরাপত্তারক্ষী প্রেসিডেন্টের শপথগ্রহণে হাজির থাকেন। কিন্ত, এবার ২৫ হাজার ন্যাশনাল গার্ডকেই হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে