বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ০৫:১২:৫২

ভারতের করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউটে ভয়াবহ আগুন

ভারতের করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউটে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুনেতে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউটের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে করোনাভাইরাসের জন্য তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনের উৎপাদন এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে ব্যাপক সক্রিয়ভাবে কাজ চলছে।

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত সিরাম ইন্সটিটিউট পুনেতে একশ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানজারি কমপ্লেক্সটির অবস্থান করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের ভবন থেকে কয়েক মিনিট ড্রাইভের দূরত্বে। এটিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে ধারনা করা হয়।

ভবিষ্যতের মহামারি মোকাবিলায় মানজারি কমপ্লেক্সে আট/নয়টি ভবন নির্মাণের কাজ চলছে। সিরাম ইন্সটিটিউটের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধির লক্ষ্যে এগুলো তৈরি করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে