বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ১১:৫৯:১৩

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যে বিষয়টি নজর কেড়েছে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যে বিষয়টি নজর কেড়েছে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে

আন্তর্জাতিক ডেস্ক :  কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিয়েছেন জো বাইডেন। নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট উপস্থিত থাকেন। পাশাপাশি সাবেক প্রেসিডেন্টরাও উপস্থিত থাকেন। এদিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস শপথ নিয়েছেন। 

এতসব ঘটনার মধ্যে যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চোখ বন্ধ করে রাখা।  বাইডেনের ভাষণের সময় ক্লিনটন ঘুমাচ্ছিলেন। ওই সময়ে ক্যামেরা তার দিকে তাক করা হয়।  কিছু সময়ের জন্য ক্যামেরায় ধরা পড়েন ক্লিনটন। নিউ ইয়র্ক পোস্টসহ মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। 

নিজের স্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশসহ অন্যান্যদের সঙ্গে শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৭৪ বছর বয়সী ক্লিনটন। কিন্তু সেখানেই তার চোখের পাতা বন্ধ করে রাখার একটি ফুটেজ ভাইরাল হয়ে যায়।

ফুটেজে দেখা যায় সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পেছনের সারিতে বসে রয়েছেন ক্লিনটন। এ সময় তার চোখের পাতা বোজানো রয়েছে। পরে সেই ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে