শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ০৭:১২:৪২

ট্রাম্প বিচারের উর্ধ্বে নয় এবং সোলেইমানির হত্যাকারীরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকবে না: খামেনি

ট্রাম্প বিচারের উর্ধ্বে নয় এবং সোলেইমানির হত্যাকারীরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একটি যুদ্ধবিমানের ছায়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গলফ খেলছেন। টুইটার পোস্টে ২০২০ সালে নিহত ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ ব্যক্ত করেছেন খামেনি। খবর এএফপির।

বৃহস্পতিবার এই পোস্টে ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনি বলেন, ‘প্রতিশোধ অনিবার্য। সোলেইমানির হত্যাকারী ও যিনি এই নির্দেশ দিয়েছেন তারা অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হবে। যে কোনো সময় প্রতিশোধ নেয়া হতে পারে।’

বুধবার জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করে ফ্লোরিডায় তার মার-এ-লাগো গলফ ক্লাবে চলে যান। সোলেইমানি হত্যার প্রতিশোধ নেয়া হবে বলে বারবার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের কর্মকর্তারা।

চলতি মাসের শুরুর দিকে সোলেইমানি হত্যার প্রথম মৃত্যুবার্ষিকীতে ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প বিচারের উর্ধ্বে নয় এবং সোলেইমানির হত্যাকারীরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে