 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের পারানা প্রদেশে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ আরোহী। মঙ্গলবারের এ ঘটনায় আরও ৩১ জন আহত হয়েছেন।
ফায়ার ব্রিগেডের বিবৃতি অনুসারে, বাসটিতে ৫৩ জন আরোহী ছিলেন। পারানা প্রদেশ থেকে পর্যটন শহর সান্তা ক্যাটরিনার দিকে যাচ্ছিলেন তারা। পথেই পার্বত্য রাস্তায় নিয়ন্ত্রণ হারায় যানটি; গড়িয়ে পড়ে গভীর খাদে। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা সংকটাপন্ন।
পারানা পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। দুর্ঘটনার মূল কারণ জানতে চলছে তদন্ত।