এবার ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সৌদি আরব সম্পর্ক ছিন্ন করার পর এবার তেহরান থেকে রাষ্ট্রদূত দেশে ডেকে পাঠিয়েছে উপসাগরীয় দেশ কুয়েত। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, সরকার তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কুনা’র বরাত দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর জানা যায়।
পত্রিকাটি দাবি করেছে, ‘তেহরানে সৌদি দূতাবাসে একদল লোক হামলা করার পর কুয়েত রাষ্ট্রদূত ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে কুয়েত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার কিংবা সম্পর্ক ডাউনগ্রেড করে নি। সৌদি দূতাবাসে হামলার বিষয়ে কুয়েত তার ভাষায় বলেছে, ‘এ ঘটনা কূটনীতিক ও কূটনৈতিক মিশনগুলোকে রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি-নীতি ও প্রতিশ্রুতির মারাত্মক লঙ্ঘন ঘটিয়েছে ইরান।’
তবে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদে কন্স্যুলেট অফিসে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় এরইমধ্যে ৫০ জনকে আটক করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।
গত শনিবার সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আল-নিমরকে শিরোশ্ছেদ করার পর ইরান, ইরাক, বাহরাইন ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় তেহরান ও বাগদাদে সৌদি দূতাবাসে বিক্ষুব্ধ লোকজন হামলা চালায়। তবে এসব ঘটনায় দূতাবাসের কোনো কর্মকর্তা-কর্মচারির ক্ষতি হয় নি। এ ঘটনার অজুহাতে অনেকটা চটজলদি সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরবের পথ অনুসরণ করে সোমবার বাহরাইন ও সুদান ইরানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায় থেকে নামিয়ে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে আনে।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�