মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ১০:৩৬:০৮

মোদিকে শরিফের ফোন

মোদিকে শরিফের ফোন

আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট হামলা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সূত্রের খবর, জঙ্গিহামলার নেপথ্যে যেসব সংস্থা ও ব্যক্তি জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন শরিফ। নির্দিষ্ট তথ্য পাকিস্তানের হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। পাঠানকোট হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জিনিউজের এক প্রতিবেদেন এ খবর জানা যায়। মোদীকে শরিফ এমন সময় ফোন করলেন যখন পাঠানকোট হামলার নেপথ্যে এমাসেই নির্ধারিত ভারত এবং পাকিস্তানের বিদেশ বিষয়ক সচিব পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার মুখে। সূত্রে জানা গিয়েছে, কোনওভাবে যদি পাঠানকোট হামলার সঙ্গে পাকিস্তানের জঙ্গিদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলেই বাতিল হয়ে যাবে নির্ধারিত বৈঠক। ভারতের দাবি পাকিস্তান যদি অবিলম্বেই জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নেতাদের গ্রেফতার না করে, তাহলে কোনওভাবেই বৈঠক হওয়া সম্ভবনা নেই। মূলত গোয়েন্দা সূত্রে খবর, পাঠানকোট হামলার নেপথ্য যোগ রয়েছে এই জঙ্গি গোষ্ঠীরই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সন্ত্রাসীদের খতম করতে তারা অবিলম্বেই কড়া ব্যবস্থা গ্রহণ করবে। হামলার ঘটনার কড়া নিন্দা করে ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রকাশ করে পাকিস্ত সরকারের পক্ষ থেকে ভারতকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। পাকিস্তানের বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের সূত্রে খবর, ভারতের দেওয়া সমস্ত তথ্য যাচাই করে দেখছে পাকিস্তান সরকার। এদিকে আজই এক বিবৃতি দিয়ে এনআইএ-র পক্ষ থেকে দাবি করা হয়, পাঠানকোট হামলার তদন্তে তারা ইসলামাবাদের থেকে সহযোগিতা আশা করেন। এনআইএ-র দাবি, পাঠানকোট হামলার নেপথ্যে পাকিস্তান যোগ রয়েছে একথা নিশ্চিত, কারণ বিভিন্ন ফোন রেকর্ড, পরিস্থিতির তথ্য প্রমাণ এমনই ইঙ্গিত দিচ্ছে। ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে