মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ১১:০৭:৩৭

ডিজেলচালিত গাড়ির বিষয়ে রুলস জারি

ডিজেলচালিত গাড়ির বিষয়ে রুলস জারি

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের ডিসেম্বর মাসে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দিল্লিতে ডিজেল গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। দিল্লিকে বায়ুদূষণের হাত থেকে বাঁচানোর জন্যে ২০১৬ সালের ৬ জানুয়ারি পর্যন্ত কোনও ডিজেল গাড়ির রেজিস্ট্রেশন দিল্লিতে করা যাবে না বলেই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশে সাড়া দিয়েছিল সুপ্রিম কোর্টও। মঙ্গলবার এই সিদ্ধান্তে অটল থাকল সুপ্রিম কোর্ট। তবে এ বিষয়ে ডিজেল গাড়ি নির্মাতা সংস্থা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টয়োটা এবং মার্সিডিজের আবেদনও শোনা হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এই সংস্থাগুলিকে জানিয়েছে, যদি তারা দাবি করেন, পেট্রলের থেকে ডিজেলের গাড়ি পরিবেশের কম ক্ষতি করে, তাহলে তাদের তথ্য প্রমাণ পেশ করতে হবে আদালতে। যে সব মালামাল ভর্তি কমার্শিয়াল গাড়ি বাইরের রাজ্য থেকে দিল্লিতে প্রবেশ করে, তাদের এনভায়রনমেন্ট কম্পেনসেশন চার্জ বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ব্ল্যাঙ্কেট ব্যান জারি করা হয়েছে ২০০০ সিসি-র ডিজেল গাড়ির উপরেও। সেই তালিকায় রয়েছে এসইউভি গাড়িও। জাতীয় সড়ক ২, ১০, ৫৮ এবং রাজ্য সড়ক ৫৭ দিয়ে দিল্লির ভিতর ঢুকতে পারবে না হেভি কমার্শিয়াল ভেইকেল। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই ধরনের গাড়ি তখনই দিল্লিতে ঢুকতে পারবে, যদি তারা পলিউশন সেস দেয়। কেন্দ্রীয় সরকারকেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাতে পাঁচ বছরের পুরনো ডিজেলে চলা সরকারির সব গাড়ি অবিলম্বে বাতিল করা হয়। তবে যদি কেউ ১০ বছরের পুরনো ডিজেলের গাড়ি বা ১৬ বছরের পুরনো পেট্রলের গাড়ি দিল্লির বাইরে বিক্রি করতে চান, তাহলে দিল্লি সরকারকে দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট। ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে