রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১০:৩৭:৪৮

নারী সেনাদের হিজাব পড়ার অনুমতি দেয়া হলো দক্ষিণ আফ্রিকায়

নারী সেনাদের হিজাব পড়ার অনুমতি দেয়া হলো দক্ষিণ আফ্রিকায়

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে কর্মরত মুসলিম মহিলা সেনা সদস্যদের  ইউনিফর্মের অংশ হিসাবে মাথায় স্কার্ফ বা হিজাব পড়ার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার দেশটির সামরিক আদালত এই অনুমতি দিয়েছে। 

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর মুসলিম অফিসার মেজর ফাতেমা আইজেক সেনাবাহিনীর পোশাকের পাশাপাশি মাথায় কেপের পরিবর্তে হিজাব পরিধান করলে সেনাবাহিনীর অফিসিয়াল ড্রেস কোড লংঘনের অভিযোগে মেজর ফাতেমার বিরুদ্ধে সামরিক আদালতে মামলা দায়ের করা হয়।

দুই বছর মামলা চলার পর ২০২০ সালের জানুয়ারীতে আদালত মেজর ফাতেমার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ প্রত্যাহার করে ফাতেমাকে হিজাব পরিধান করার আদেশ দেন। আদালতের আদেশের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে আপিল মামলা দায়ের করা হলে উচ্চ আদালত দীর্ঘ এক বছর যাচাই বাঁচাই করার পর দক্ষিণ আফ্রিকায় কর্মরত মুসলিম মহিলা সেনা সদস্যদের স্কার্ফ বা হিজাব পরিধান করার অনুমতি দেন শুক্রবার। 

ফাতেমা আইজেকের প্রতিনিধিত্বকারী দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আইনী সম্পদ কেন্দ্র তাদের টুইট বার্তার মাধ্যমে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে