‘লাহোরে মোদির মৃত্যুও হতে পারত’
আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন অাগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাউকে কিছু না জানিয়ে আফগানিস্তান থেকে হঠাৎ পাকিস্তান সফর করেন। এই সফরের জন্য বিশ্বজুড়ে প্রশংসা পেলেও নিজের দেশে অনেক বিতর্কিত মন্তব্যের শিকার হয়েছেন তিনি। তবে এবার সেই বিষয়ে আরেকটু জল গোলা করে কার্ষিক মারাঠি সাহিত্য সম্মেলনে এমন মন্তব্যের ঝড় উঠে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাহোরে গুলির আঘাতে মারাও যেতে পারতেন’।
গত সপ্তাহে পুণের কাছে একটি কলেজে এক বক্তৃতায় ছাত্রদের একথা বলেন সংস্কৃতি পরিষদের সভ্য শ্রীপাল সাবনিস৷ পাঠানকোটে জঙ্গি হামলার ঠিক এক সপ্তাহ আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে আচমকাই লাহোর পৌঁছে গিয়েছিলেন মোদি৷ সেই সফর প্রসঙ্গেই এই মন্তব্য করেন তিনি৷ তবে বিজেপি-র পক্ষ থেকে এই মন্তব্যের বিরোধীতা করা হয়েছে৷ বিজেপি মুখোপাত্র মাধব ভাণ্ডারি সোমবার বলেন, ‘ওসব সাহিত্য চর্চা নিয়েই থাকুন এবং নিজের চিন্তা করুন। ওঁর নিজের বক্তব্যের ওপর লাগাম দেওয়া দরকার৷ মোদিকে নিয়ে এত না ভাবলেও চলবে’ তবে সাবনিস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্য তিনি চিন্তিত৷ তার ভাল কামনা করেই একথা বলেছেন৷ কারণ লাহোর সফরে গিয়ে হিতে-বিপরীতও হতে পারত৷
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�