ইরানের দ্বিতীয় ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র সিটি’র ভিডিও প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক : ভূগর্ভে অবস্থিত আরেকটি ‘ক্ষেপণাস্ত্র সিটি’র ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি আজ (মঙ্গলবার) এই সিটি পরিদর্শন করতে যান। তার এ সফর উপলক্ষে ভিডিওটি প্রকাশ করেছে আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
গতমাসে এ ধরনের প্রথম ‘ক্ষেপণাস্ত্র সিটি’র ভিডিও প্রকাশ করে ইরান। সে সময় আইআরজিসি’র একজন কমান্ডার ঘোষণা করেন, এরকম শত শত ভূগর্ভস্থ টানেল রয়েছে এই বাহিনীর নিয়ন্ত্রণে।
আজ ড. লারিজানি আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শনের সময় এই বাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন, ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজে গতি আনার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেবে ইরানের পার্লামেন্ট।
এ সময় আইআরজিসি’র কমান্ডাররা শত্রুর সম্ভাব্য হামলা প্রতিরোধে তাদের বাহিনীর প্রস্তুতির কথা উল্লেখ করে দেশরক্ষার নানা কৌশল তুলে ধরেন।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�