সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০২১, ০৬:২২:৩০

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্পের জামাই কুশনার

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্পের জামাই কুশনার

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জেরাড কুশনার। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণেই কুশনার ও তার ডেপুটি অ্যাভি বারকোভিটসকে মনোনীত করা হয়েছে। প্রসঙ্গত, বারকোভিটস মধ্যপ্রাচ্যের দূত হিসেবেও কাজ করেন।

পুরস্কার আগামী অক্টোবরে দেওয়া হবে। হোয়াইট হাউসের সাবেক সিনিয়র অ্যাডভাইজার কুশনার এক বিবৃতিতে জানিয়েছেন, এ মনোনয়ন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। ট্রাম্পের সময় ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর শান্তি ফেরাতে মধ্যস্থতার জন্য তিনিই তার শ্বশুরকে পরামর্শ দিয়েছিলেন। এরপর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হওয়া 'আব্রাহাম চুক্তি'তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ট্রাম্প। 

ওই চুক্তিকে গত ২৫ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তি বলে মনে করা হয়। কুশনার ও তার ডেপুটি অ্যাভি বারকোভিটসকে ওই মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন মার্কিন আইনজীবী অ্যালান ডেরশোভিটসই। হার্ভার্ড আইন স্কুলের অধ্যাপক হিসেবে এই সুপারিশ দেওয়ার যোগ্যতা রয়েছে তার। নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে। সূত্র: দ্য গার্ডিয়ান 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে