বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১২:৪৯:৩৬

যদি দাদা হয় ওকে গুলি করে মারবো : সিদ্ধার্থের বোন

যদি দাদা হয় ওকে গুলি করে মারবো : সিদ্ধার্থের বোন

আন্তর্জাতিক ডেস্ক : দাদার সঙ্গে কণ্ঠস্বরের ভীষণ মিল। খাঁটি ব্রিটিশ উচ্চারণে বলা কথাগুলোর রেকর্ড শুনে কণিকা প্রথমেই গোয়েন্দাদের জানিয়েছিলেন, এ গলা তার দাদার। এর পর গোয়েন্দারা তাকে একটি ভিডিও দেখায়। আর তখন থেকেই দোনামনা ব্যাপারটা চাড়া দিয়ে ওঠে বছর আঠাশের তরুণীর মনে। দাদা হত্যাকারী? সে আইএস জঙ্গি? কণিকার থতমত ভাব দেখে গোয়েন্দারা ফের তাকে জিজ্ঞেস করেন, এটা কি সিদ্ধার্থ? সংশয় মেশানো জবাব আসে, কণ্ঠস্বরে যথেষ্ট মিল থাকলেও ভিডিওর লোকটি তার দাদা হতেই পারে না! তবে সংবাদ মাধ্যমের কাছে কণিকা জানিয়েছেন, যদি প্রমাণ হয় ঘাতক ওই আইএস জঙ্গি তার দাদা, তবে তিনি তাকে নিজের হাতে গুলি করে খুন করবেন। যদিও ব্রিটিশ গোয়েন্দারা গোটা বিষয়টাই খতিয়ে দেখছেন। বছর দশেক আগে মুসলমান ধর্ম নিয়েছিল সিদ্ধার্থ। নাম হয় আবু রুমায়শা। দাদার কথা বলতে গিয়ে কণিকা বলেন, ‘‘খুব মিশুকে ছিল ও। আমার সঙ্গে খুনসুটির সম্পর্ক ছিল। মারামারিও করতাম। কৈশোরের সেই সব দিনগুলো খুব মিস করি।’’ ভিডিওটি দেখার পর তার মন্তব্য, ‘‘খুব সত্ ভাবে বলতে গেলে, আমার মনে হয় ওটা সিদ্ধার্থ নয়। আমি ভাল করে ভিডিও-র চেহারাটা ভাল করে খেয়াল করেছি। এর একটা চোখ বড়, একটা ছোট। দাদার কিন্তু দুটো চোখই একই মাপের ছিল।’’ পাশাপাশি তিনি জানান, ভিডিওর জঙ্গিটির ঝোপের মতো ভ্রু, চেহারায় অনেকটা লম্বাও। তার দাবি, সিদ্ধার্থ একটু ছোটখাটো। কাঁধ অনেক চওড়া। সিদ্ধার্থের সঙ্গে কণ্ঠস্বরে মিল আছে মেনে নিয়ে কণিকা বলেন, ‘‘ওটা হয়তো অন্য কেউ! কেউ হয়তো ভয়েসওভার দিয়ে সাহায্য করেছে। আমি ঠিক জানি না।’’ কণিকা তথা সিদ্ধার্থের মা সবিতা ধরের সঙ্গেও কথা বলেন ব্রিটিশ গোয়েন্দারা। পরে তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘‘আমি গলাটা শুনলাম। তবে, নিশ্চিত হতে পারছি না। এ এক কঠিন প্রশ্ন! বুঝে উঠতে পারছি না, সত্যি না মিথ্যা। আবার উড়িয়েও দিতে পারছি না।’’ সিদ্ধার্থের আইএস জঙ্গি হওয়ার ব্যাপারটা মেনে নিতে পারছেন না কণিকা বা সবিতা। তারা বিশ্বাসও করতে পারছেন না। কণিকার কথায়, ‘‘ভীষণ শকিং। ওই জঙ্গি যে সিদ্ধার্থ ধর, সেটা নিশ্চিত করতে প্রশাসন কী করছে আমি জানি না। তবে সত্যিটা জানা ভীষণ প্রয়োজন।’’ ৬ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে