মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০২১, ০৩:০৪:৫৮

কাগজ কেনার টাকা নেই, রাস্তায় চলছে লেখাপড়া!

কাগজ কেনার টাকা নেই, রাস্তায় চলছে লেখাপড়া!

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে গেছে করোনাভাইরাস। করোনার জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে স্বল্প পরিসরে পাঠদান চলছে। কিন্তু অর্থাভাবে চরম বেকায়দায় পড়েছে অনেকেই।

অর্থের অভাবে কাগজ কিনতে না পারলেও ভারতের প্রত্যন্ত একটি গ্রামের ছেলেমেয়েরা রাস্তায় লেখাপড়া করছে।
জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার সিমোরি গ্রামে রাস্তায় লেখাপড়া করছে শিশুরা। রাস্তাতেই চক দিয়ে কেউ নামতা শিখছে। আবার রাস্তায় লিখে যোগ-বিয়োগ শিখছে। সেখানে ইংরেজি শিখতেও দেখা গেছে শিশুদের।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খেলার ছলেই রাস্তায় এভাবে লেখাপড়া করছে শিশুরা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওই শিশুদের সহায়তা করছে। স্থানীয় শিক্ষকরাও সহায়তা করছেন। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে