মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০২১, ০৬:১২:৩৮

পিছনে সামরিক যান, নেপিডোতে নির্বিঘ্নে নাচছেন তরুণী (ভিডিওসহ)

পিছনে সামরিক যান, নেপিডোতে নির্বিঘ্নে নাচছেন তরুণী (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক : ভোরে লোকজনের ঘুম ভেঙে দেখেন ইন্টারনেট বন্ধ, শহরজুড়ে আতঙ্ক। মিয়ানমারে জনগণের ভোটে নির্বাচিত অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সড়ক দিয়ে যখন সাঁজোয়া যানের বহন যাচ্ছে, তখন ভয়ে লোকজনের বাইরে বের না হওয়ারই কথা। 

কিন্তু অবাক করার বিষয়ে—এমন পরিস্থিতিতে নির্বিঘ্ন নিশ্চিন্ত মনে ব্যায়াম করে যাচ্ছেন একজন নারী অ্যারোবিক্স প্রশিক্ষক। সোমবার ভোরে রাজধানী নেপিডোতে তার এই ব্যায়ামের দৃশ্য ভিডিও করে সামাজিকমাধ্যমে পোস্ট করেন। পরে তা ভাইরাল হয়ে যায়। তিনি নিজেও জানতেন না যে তার নৃত্যের ভিডিওতে আসলে কী ধারণা করা হয়েছে।

দুই সপ্তাহ ধরে অভ্যুত্থানের গুজব ছিল দেশটিতে। নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন এবং নতুন সরকারের যাত্রালগ্নে সু চির সঙ্গে সশস্ত্র বাহিনী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের দর-কষাকষি চলছিল নানা বিষয়ে। সে জন্য অভ্যুত্থানের গুজবকে অনেকে সেনাবাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করেছিল। দেশে যে অভ্যুত্থান হতে যাচ্ছে, তা কারও জানা ছিল না। 

তাই অন্যান্য দিনের মতো এদিন সকালেও তিনি ব্যায়ামের জন্য বের হন। তিন মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গানের তালে তালে হাত-পা নাড়িয়ে তিনি অবিরাম ব্যায়াম করে যাচ্ছেন। তার পেছন দিয়ে যে সাঁজোয়া যান যাচ্ছে, তা নজরেই পড়েনি। কিন্তু ভিডিও ক্যামেরায় ধরা পড়ে গেছে সেই দৃশ্য।

রাজধানীর পার্লামেন্ট ভবনের পাশে রয়াল লোটাস রাউন্ডঅ্যাবাউটের কাছে এই ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখার সময় ছয় লাখ ৩০ হাজার দর্শক ভিডিওটি দেখেছেন। পাশাপাশি এই দুই অবাক করা দৃশ্য দেখে তারাও অবাক হয়ে যান। সোমবার কিং এইনিন নামের এই পিএ প্রশিক্ষক তার ফেসবুক পোস্টে লিখেছেন, অ্যারোবিক্সের ব্যাকগ্রাউন্ড সংগীত ও ব্যাকগ্রাউন্ড দৃশ্যপটের মধ্যে কী অভূতপূর্ব মিল। 

সকালে এই অভ্যুত্থানের খবর শোনার আগে, অ্যারোবিক্স ড্যান্সের যে ভিডিও বানিয়েছি, তা আমার স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, কোনো সংগঠনকে নিয়ে মশকরা কিংবা তুচ্ছ করতে আমি এটা করিনি। বরং একটি শরীর চর্চার প্রতিযোগিতার জন্য আমি নৃত্য করছিলাম। সূত্র : এএফপি ও এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে