বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৩:৩১

ওবামার চোখে জল

ওবামার চোখে জল

আন্তর্জাতিক ডেস্ক : ছোট হোক বা বড়— মার্কিন নাগরিক হলে যে কেউ ব্যবহার করতে পারে বন্দুক। গত ১০ বছরে বন্দুকবাজদের হাতে নিহত ১০ লক্ষ মানুষ। বহুদিন ধরেই দেশের বন্দুক নীতির বিরুদ্ধে সওয়াল করে পাল্টাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। রাজি হয়নি বিরোধী দল রিপাবলিকান। কংগ্রেসে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা। এবার তাই কংগ্রেসকে পাশ কাটিয়ে অস্ত্র নিয়ন্ত্রণের জন্য নিজের আইনি এক্তিয়ারের মধ্যেই বেশ কিছু পদক্ষেপ করতে চলেছেন ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এই পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “গান লবি এখন হয়ত কংগ্রেসকে জিম্মি করতে পেরেছে, কিন্তু আমেরিকানদের জিম্মি করতে পারে না।” প্রেসিডেন্টের প্রাসাদে এই অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্রের অপব্যবহারের শিকার যুক্তরাষ্ট্রের স্কুলশিশুদের পরিবারের সদস্যরা ছিলেন। ওবামা প্রায়ই বলে থাকেন, ২০১২ সালে কানেটিকাটের নিউ টাউনে উন্মত্ত বন্দুকধারীর গুলিতে ২০ শিশুর মৃত্যুর ঘটনা তার প্রেসিডেন্ট জীবনে ছিল সবচেয়ে কঠিন সময়। ওবামা বলেন, প্রতিটা মুহূর্তে আমার ওই শিশুগুলোর কথা মনে পড়ে, আর তা আমাকে পাগল করে দেয়, একথা বলার সময় ওবামার দুইচোখ বেয়ে নামে অশ্রুধারা। কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন, সেদিন, ঠিক ওই দিনটি আমাকে বদলে দিয়েছে। আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র রাখার সাংবিধানিক অধিকার থাকবে, তবে অপব্যবহার রোধে এক্ষেত্রে একটা ভারসাম্য দরকার। ওমাবার বলার ঠিক আগেই অনুষ্ঠানে মার্ক বারডেনকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার ৭ বছরের ছেলে সেদিন প্রাণ হারিয়েছিল। ৬ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে