শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২১, ০৮:৪৩:১২

নতুন আভাস দিল মিয়ানমার সেনা, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ বিভিন্ন প্রান্তে

নতুন আভাস দিল মিয়ানমার সেনা, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ বিভিন্ন প্রান্তে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা শেষে অতিরিক্ত আরও ছয় মাস ক্ষমতায় থাকার আভাস দিয়েছে দেশটির সেনা সরকার। এছাড়াও, দেশটির শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই ফেসবুক বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানানো হয়। এরমধ্যেই, অং সান সু চি'র দল এনএলডির আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে সেনা শাসনবিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ। এরই ধারাবাহিকতায় এবার এতে সামিল হলেন দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। অভ্যুত্থানের বিরুদ্ধে কর্মবিরতির ডাক দিয়ে সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এসময়, বুকে লাল ব্যাজ লাগিয়ে ও হাতে অভ্যুত্থানবিরোধী প্ল্যাকার্ড নিয়ে এতে যোগ দেন কয়েকশ শিক্ষার্থীও। 

পরে, বিশ্ববিদ্যালয় চত্বর থেকে প্রতিবাদ র‌্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, 'আমরা সবধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সেনা সরকারের প্রতি আমরা অনাস্থা প্রকাশ করছি।' আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন, ''আমরা সামরিক অভ্যুত্থানের নামে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ সমর্থন করি না। কোনো অবস্থাতেই এই সরকারের সঙ্গে কাজ করবো না আমরা। এই অভ্যুত্থান যেন ব্যর্থ হয়, সেটিই আমাদের একমাত্র চাওয়া।''

এর মধ্যেই, দেশটির সেনা প্রধান মিং অন লাইং জানিয়েছেন, এক বছরের জরুরি অবস্থা শেষে আরও অন্তত ছয় মাস ক্ষমতায় থাকবে সেনাবাহিনী। বৃহস্পতিবার, নেইপিদোতে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ আভাস দেন তিনি। এসময়, তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিন্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হলেও, চীন বলেছে, মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হয় - এমন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত হবেনা নিরাপত্তা পরিষদের। অন্যদিকে, সু চি'কে দ্রুত মুক্তির দাবি জানিয়ে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে