'আইএস আমাকে হত্যা করলে ঠিক আছে' বলা সেই নারী সাংবাদিক খুন
আন্তর্জাতিক ডেস্ক : এবার এক মহিলা সাংবাদিককে খুন করল ইসলামিক স্টেট বা আইএস। মধ্যপ্রাচ্যের এই জঙ্গীটি সম্পর্কে প্রতিবেদন করায় রাকিয়া হাসান নামের ওই সাংবাদিককে হত্যা করা হয়। অবশ্য তিনি নিসান ইব্রাহিম নামেই বেশি পরিচিত। আইএসের আইন কানুন নিয়ে লেখালেখি করতেন তিনি। আইএস শাসন নিয়ে ফেসবুকে নিজের পেজে লিখতেন। রাকাতে বিমান হামলা হলে সেকথাও লিখতেন তিনি। সিরিয়ার নিউজ এজেন্সির তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
শেষ মেসেজে ওই সাংবাদিক লিখেছিলেন, আমি রাকায় আছি। আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে আইএস যদি আমাকে হত্যা করে তাহলে সেটা ঠিক আছে। কারণ ওদের শাসনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভাল। ২১ জুলাই শেষবার হাসানের ফেসবুক পেজ আপডেট করা হয়। ২০ জুলাই হাসান ওয়াই ফাই ব্যান করার বিরুদ্ধে প্রশ্ন তুলে একটি পোস্ট করেন। ২ জানুয়ারি হাসানের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেয় জঙ্গিরা। তার ছ'মাস আগে নিখোঁজ হন তিনি। এই নিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করল আইএস। এই প্রথম কোনও মহিলা সাংবাদিককে হত্যা করা হল।
০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�