বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৩:২৫

‘স্লামডগ মিলিয়নেয়ার’র সেই শহরে এবার বিশ্বের প্রথম ‘স্লাম মিউজিয়াম’

‘স্লামডগ মিলিয়নেয়ার’র সেই শহরে এবার বিশ্বের প্রথম ‘স্লাম মিউজিয়াম’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্যতম মেট্রো শহর মুম্বই। এই শহরেই তৈরি হয়েছে স্লামডগ মিলিয়নেয়ারের মত ছবি। সেখানে এবার তৈরি হচ্ছে বিশ্বের প্রথম 'স্লাম মিউজিয়াম'। এই প্রথম কোনও বস্তিতে মিউজিয়াম তৈরি হচ্ছে। মুম্বই ধারাভি বস্তিকে কেন্দ্র করে তৈরি হবে এই মিউজিয়াম। দু'মাসের জন্য ফেব্রুয়ারিতে খুলে দেয়া হবে এই মিউজিয়াম। প্রতিনিয়ত ধারাভি বস্তির বাসিন্দাদের তৈরি করা জিনিসগুলো রাখা থাকবে এই মিউজিয়ামে। এই মিউজিয়ামের উদ্যোক্তা স্প্যানিশ শিল্পী জর্জ রুবিও। মঙ্গলবার তিনি জানিয়েছেন, এটাই হবে বিশ্বের প্রথম বস্তিতে তৈরি হওয়া মিউজিয়াম। সেখানে থাকবে মাটির তৈরি জিনিস, হাতে তৈরি কাপড়-জামা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস। বস্তিতে বসবাসকারী মানুষের মধ্যে থাকা সৃজনশীলতাকে প্রকাশ্যে নিয়ে আসতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কয়েক লক্ষ মানুষ বাস করেন এই বস্তিতে। স্লামডগ মিলিয়নেয়ার ছবিটি বিখ্যাত হওয়ার পর থেকেই এই বস্তিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। মুম্বইয়ের প্রায় ২ কোটি মানুষ ধারাভি বস্তিতে বসবাস করেন। ০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে