রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২১, ১২:১৩:৩৮

এনআরসি বিরোধিতার জন্য তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে জনপ্রিয় অভিনেত্রী

এনআরসি বিরোধিতার জন্য তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে জনপ্রিয় অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারত জুড়ে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি সমর্থনকারীদের বিরোধিতা করবেন বলেই সক্রিয়ভাবে তৃণমূলে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস। খবরে আরও বলা হয়, অভিনেত্রী বাহা ওরফে রণিতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর যথেষ্ট ঘনিষ্ঠ। 

পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী 'বাহা' চরিত্রে মুগ্ধ। পাশাপাশিই তিনি গুণগ্রাহী ওই চরিত্রের অভিনেত্রী রণিতারও। 'ধন্যি মেয়ে', 'ইষ্টি কুটুম' ধারাবাহিকের অভিনয়ের সৌজন্যে রণিতা দাস মন জয় করেছেন সিরিয়াল প্রিয় দুই বাংলার মানুষের। বিশেষ করে 'ইষ্টি কুটুম' ধারাবাহিকের বাহা নামটি দর্শকদের সবচেয়ে পরিচিত।

তৃণমূলে যোগ দিয়েন অভিনেত্রী রনিতা দাস বলেন, এতদিন টেলিভিশনে কাজ করে সকলের মন হয়তো জয় করেছি এবার দিদির সাথে কাজ করে মানুষের পাশে দাঁড়াতে চাই। তাছাড়াও আমাদের ভাবনা চিন্তা দেশের যুব সম্প্রদায়ের কাছে পৌঁছে দিতে চাই। দিদি আমাদের মাটির মানুষ। আমরা গত ১০ বছর ধরে দিদির সঙ্গেই আছি। আজ থেকে আমরা তৃণমূলের সদস্য ও বাড়ির লোক হলাম। সমস্ত কাজ যা যা দায়িত্ব দেওয়া হবে তা পালনের চেষ্টা করব এবং আমরা চাই নতুন প্রজন্মও বিষয়টা বুঝুক। 

বিশ্লেষকদের মতে, ধর্ম নিয়ে উন্মাদনা ও ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা বিজেপি সরকারের অন্যতম আলোচ্য বিষয়। সাংবিধানিকভাবে রাষ্ট্রটি ধর্মনিরপেক্ষ হলেও বিজেপি সরকারের কর্মকাণ্ড তার পরিচয় দিচ্ছে না। এনআরসি আসামের পর পশ্চিমবঙ্গ ও ধীরে ধীরে ভারতের অন্যান্য অঞ্চলে আরোপ করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর বিরোধিতা করেছেন। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে