রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২১, ০৪:৫৩:৪৮

বিশ্বের বড় ১০ অর্থনীতির একটি হবে তুরস্ক: এরদোগান

বিশ্বের বড় ১০ অর্থনীতির একটি হবে তুরস্ক: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : বড় বড় প্রকল্প ও বিনিয়োগে যুক্ত হয়েছে তুরস্ক। বিশ্বের ১০টি বড় অর্থনীতির একটি হওয়ার আশা থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এমন দাবি করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদুলুর এমন খবর দিয়েছে।

পূর্ব মালাতইয়া প্রদেশে একটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমাদের দেশকে বিশ্বের বড় ১০টি অর্থনীতির একটিতে পরিণত করতে আমরা বিভিন্ন প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছি। বিশ্বের বড় বড় প্রকল্পের অর্ধেকের বেশি তুরস্ক বাস্তবায়ন করছে বলেও তিনি জানিয়েছেন। 

এরদোগান বলেন, ভবিষ্যতে মহাকাশ, হাই-টেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পথে এগিয়ে যাবে তুরস্ক। আমাদের জোরালো অবকাঠামো থেকেই এই উৎসাহ এসেছে। আমরা এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে চাই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে