বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৯:০৭

জঙ্গীদের কাছে পাঠানকোটের গোপন তথ্য পাচার করেছিল ভারতীয় সেনা!

জঙ্গীদের কাছে পাঠানকোটের গোপন তথ্য পাচার করেছিল ভারতীয় সেনা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিকে গোপন তথ্য পাচার করেছিলেন দেশটির বিমান বাহিনীর সাবেক এক অফিসার। এয়ারফোর্স অফিসার সুনীল কুমার পাঠানকোটের কর্তব্যরত ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। পাঠানকোট জঙ্গী মুক্ত করতে প্রায় ৮০ ঘণ্টা লেগেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর। কিন্তু কিভাবে ওই সুরক্ষিত ঘাঁটিতে ঢুকল জঙ্গিরা? তা জানতে তদন্তে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা এনআইএ। চলছে জেরা। গোয়েন্দা সূত্রমতে, বিমান বাহিনীর সাবেক এক অফিসারই এই সেনা ঘাঁটি সম্পর্কিত তথ্য পাচার করেছিল। পাকিস্তানের এক মহিলার কাছে তথ্য পাচার করার দায়ে ২০১৪ সালের সেপ্টেম্বরে সুনীল কুমারকে গ্রেফতার করা হয়। পাক মহিলা মিনা রায়নাকে পাঠানো ই-মেল দেখেই গ্রেফতার করা হয় তাকে। গত দু'মাসে ভারতীয় সেনাবাহিনীর প্রায় ১৪ জনের পাকিস্থান যোগ পাওয়া গেছে। কেউ গোয়ালিয়রের সেনাঘাঁটি, কেউ ভাতিন্ডা বা জয়সলমীরের এয়ারফোর্স স্টেশনের তথ্য পাচার করেছে। তার বদলে টাকা দেওয়া হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। জানা গেছে, পাকিস্তানের ওই মহিলাকে তথ্য দেওয়ার বদলে টাকা দেওয়া হত তাঁকে। যদিও তদন্তের পর কোনও চার্জশিট পেশ করা হয়নি। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, পাঠানকোটের ভিতরে থাকা ছয় সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। তবে এখনও চলছে চিরুনি তল্লাশি। বুধবার অপারেশন সম্পূর্ণ শেষ হবে বলে আশা করছেন তিনি। ০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে