সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২১, ১০:৫২:২৮

পাকিস্তানের নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান সহ ৪৫ দেশ

পাকিস্তানের নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান সহ ৪৫ দেশ

পাকিস্তানের নৌ বাহিনী করাচির উপকূলে ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ ৪৫ দেশের অংশগ্রহণে নৌ মহড়া চালানোর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনার বরাতে জানা যায়, এবারের নৌ মহড়ার নাম দেয়া হয়েছে আমান-২১। এ মহড়ায় ইরান পর্যবেক্ষক দেশ হিসেবে অংশ নেবে। পাকিস্তানি নৌ বাহিনী জানিয়েছে, ৪৫ দেশের মধ্যে কয়টি দেশ তাদের যুদ্ধজাহাজ-সহ যোগ দেবে তবে কয়েকটি দেশ শুধুমাত্র প্রতিনিধিদল পাঠাবে।

২০০৭ সাল থেকে পাকিস্তানের নৌ-বাহিনী আমান সিরিজ মহড়া চালিয়ে আসছে। ২০১৯ সালের মহড়ায় ইরান পাকিস্তানি নৌ বাহিনীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে