মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২১, ১১:০১:২২

এবার মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা নিউজিল্যান্ডের

এবার মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক ও সামরিক-সহ গুরুত্বপূর্ণ সব পর্যায়ের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল নিউজিল্যান্ড। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান এ ঘোষণা দেন।

তিনি জানান, মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক পর্যায়ের সম্পর্ক থাকবে না। একই সঙ্গে সাহায্য বন্ধসহ সামনের সপ্তাহ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি হবে। আর্ডান সংবাদ সম্মেলনে বলেন, “নিউজিল্যান্ডের এই প্রজন্মের প্রত্যেক নাগরিক মিয়ানমারের অবস্থা দেখে হতাশ। নিউজিল্যান্ডে এখানে বসে আমরা যা পারি করব।”

এদিকে,নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা আলাদা বিবৃতিতে বলেছেন, “আমরা মিয়ানমারের সেনা-নিয়ন্ত্রিত সরকারকে সমর্থন করি না।” মাহুতা দেশটিতে আটক সব রাজনৈতিক নেতার মুক্তিও দাবি করেন। সূত্র: স্টাফ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে