মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:১৯:০২

বাইডেনের সঙ্গে প্রথম ফোনালাপে যে কথা হলো মোদির

বাইডেনের সঙ্গে প্রথম ফোনালাপে যে কথা হলো মোদির

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথম জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যা নাগাদ টুইট করে নিজেই এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। ফোনে দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মোদি। 

যার মধ্যে দুই দেশই নিজেদের অগ্রাধিকার ও দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার কথা বলেছে। প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন মোদি। টুইট করে তিনি বলেছেন, 'জো বাইডেনের সাফল্য কামনা করছি। আমাদের মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যৌথ অগ্রাধিকার রক্ষার ব্যাপারে কথা হয়েছে। জলবায়ু চুক্তি নিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি।'

মোদি জানিয়েছেন, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি পালনের জন্য দুই দেশই দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছে। জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারীর মোকাবিলা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সুরক্ষা সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোদী-বাইডেনের। টুইট করে মোদি এও বলেছেন, 'আন্তর্জাতিক নিয়ম-নীতি মেনেই দুই দেশ তাদের নিরাপত্তা ও বর্হিবিশ্বের সঙ্গে শান্তি ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা বড় ব্যাপার। সে ব্যাপারেও দুই দেশ যৌথভাবে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।'

আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে সপ্তাহ দুই আগেই হোয়াইট হাউসের মসনদে বসেছেন জো বাইডেন। চলতি নির্বাচনে রিপাবলিক প্রার্থী তথা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পরে বাইডেনকে টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। সে সময়েও মোদি বলেছিলেন, দুই দেশই তাদের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ককে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে