বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:০২:২৮

বিজেপি ফেক ভিডিও তৈরি করে দাঙ্গা বাধায় : মমতা ব্যানার্জী

বিজেপি ফেক ভিডিও তৈরি করে দাঙ্গা বাধায় : মমতা ব্যানার্জী

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ''বিজেপি পার্টি খুব মিথ্যা কথা বলে। এতো মিথ্যা কথা বলে যে কল্পনা করতে পারবেন না।'' আজ বুধবার তিনি মালদহে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ''বিজেপি হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা বাধায়, তপসিলি-আদিবাসীতে দাঙ্গা বাধায়, বৌদ্ধ-খ্রিস্টানে দাঙ্গা বাধায়, বাঙালি-অবাঙালিতে বিভেদ সৃষ্টি করে। ওঁরা গুণ্ডামি করে, খবরদারি করে, ওরা লুঠেরা। আজকে উত্তর প্রদেশের চাষিরা কাঁদছে, রাজস্থানের চাষিরা কাঁদছে, পাঞ্জাবের চাষিরা কাঁদছে, হরিয়ানার চাষিরা কাঁদছে। বাংলার চাষিরা কাঁদছে না। তার কারণ, বাংলায় বিজেপি নেই। 

তিনি বলেন, ''বাংলায় আমি বিজেপিকে লুঠ করতে দেবো না। বাংলায় চাষিদের ধান ও ফসল লুঠ করতে দেবো না। বাংলায় কৃষক ও শ্রমিকরা আমাদের সম্পদ। বিজেপি ফেক ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা বাধাচ্ছে, শিখ-খ্রিস্টানে দাঙ্গা বাধাচ্ছে। মা-মেয়েতে দাঙ্গা বাধাচ্ছে।

তিনি বলেন, ''দেশে কারও স্বাধীনতা নেই। এখন বাবুরা রথযাত্রা করছে। আমরা মনে করি রথ সম্মানের জিনিষ। ধর্মের জিনিষ। কোন ধর্মকে নিয়ে কেউ অসম্মান করতে পারে না। ধর্মকে অসম্মান করা মানে আমার আত্মাকে অসম্মান করা। আমরা রথযাত্রাকে শ্রদ্ধা করি, রথকে ভালোবাসি। রথযাত্রাকে সম্মান করি কিন্তু বিজেপি নেতাদের সম্মান করি না। বিজেপি যেভাবে হিন্দু ধর্মকে অসম্মান করছেন মানুষ তা ক্ষমা করবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে