যারা না খেয়ে মারা গিয়েছিল, তারাই বানাল সোনার মূর্তি
আন্তর্জাতিক ডেস্ক : দেশটির কিংবদন্তি নেতা ও সাবেক শাসক মাও সেতুংয়ের নীতি নির্ধারণের ভুলের কারণে ১৯৫০ সালের দুর্ভিক্ষে চীনের হেনান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রদেশটিতে লাখ লাখ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। সেখানের টোনজু গ্রামের মানুষেরা মিলে মাও সেতুংয়ের একটি বিশাল ভাস্কর্য তৈরি করেছে। সোনার প্রলেপ দেওয়া ৩৭ মিটার উঁচু এই ভাস্কর্যটি তৈরিতে খরচ হয়েছে ৪ লাখ ৬০ হাজার ডলার।
মাও সেতুংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত ভাস্কর্যের খরচ বহন করেছেন গ্রামের স্থানীয় ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ী ছাড়াও গ্রামের অনেক সাধারণ মানুষও এতে অংশ নিয়েছেন।
নানা কারণে ভাস্কর্যটি নিয়ে ইতিবাচক-নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে চীনে। বিপুল অর্থ ব্যয় ও ভাস্কর্যের স্থান নির্বাচন নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছেন।
০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস