শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ০৪:৩৪:০৭

ট্রাম্প আর কখনও নির্বাচনে দাঁড়াতে পারবেন না: নিকি হ্যালি

ট্রাম্প আর কখনও নির্বাচনে দাঁড়াতে পারবেন না: নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প আর কখনও প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেন, ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের ফল উল্টে দিতে তাকে রিপাবলিকানদের সমর্থন দেওয়া ছিল ভুল। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভির খবরে এমন তথ্য মিলেছে। 

পলিটিকো সাময়িকীতে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জো বাইডেনের সঙ্গে নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্পের ক্ষেত্রে যা ঘটেছে, তাতে আমি বিষম বিরক্ত। সাবেক এই কূটনীতিক বলেন, কেন্দ্রীয় অফিসের জন্য তিনি (ট্রাম্প) ফের নির্বাচন করতে যাচ্ছেন না।

২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতিসংঘে ট্রাম্পের দূত হিসেবে দায়িত্ব পালন করেন নিকি হ্যালি। গত প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় ও দ্বিতীয় অভিশংসনের প্রতিশোধ নিতে ২০২৪ সালেও ট্রাম্প প্রার্থী হতে পারেন বলে যে ধারণা প্রচলিত আছে, তা উড়িয়ে দেন তিনি।

সাউথ ক্যারোলাইনার প্রথম এই নারী গভর্নর বলেন, আমি মনে করি না, তেমন কিছু ঘটতে যাচ্ছে। আমি মনে করি না, তিনি পারবেন। এখন পর্যন্ত যা মনে হচ্ছে, তাতে তিনি পড়ে গেছেন। তিনি আমাদের হতাশ করেছেন। নির্বাচনের ফল পাল্টাতে ট্রাম্পের চেষ্টায় সমর্থন দেওয়ায় রিপাবলিকান দলেরও সমালোচনা করেছেন নিকি হ্যালি। আর এ কারণেই গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে