শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ১১:৩৮:৫২

মুসলিম ও খ্রিষ্টানরা সংরক্ষণের সুবিধা পাবে না : ভারতের আইনমন্ত্রী

মুসলিম ও খ্রিষ্টানরা সংরক্ষণের সুবিধা পাবে না : ভারতের আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : খ্রিষ্টান অথবা মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, দলিত সম্প্রদায়ের এমন কেউ সংরক্ষণের সুবিধা পাবেন না। সংরক্ষিত আসনে লোকসভা বা বিধানসভা নির্বাচনে লড়তেও পারবেন না এমন ব্যক্তিরা। এই ঘোষণার সঙ্গে রাজ্যসভায় ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়াকে সাবধান করে দিয়েছেন। 

ভারতীয় আইন কানুন মেনেই 'ব্যবসা' করুক তারা, হুঁশিয়ারি তার। রাজ্যসভায় বিজেপি নেতা জিবিএল নরসিমা রাও আইনমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে তিনি বলেন, হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী তপশিলি জাতির মানুষ সংরক্ষণের সুবিধা পাবেন। নির্বাচনে লড়ার ক্ষেত্রেও সুবিধা পাবেন তারা। কিন্তু মুসলিম এবং ক্রিস্টান ধর্মাবলম্বী দলিত সম্প্রদায়ের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। 

এক্ষেত্রে সংবিধানের তপশিলি জাতি সংক্রান্ত নিয়মাবলির তিন নম্বর অনুচ্ছেদ তুলে ধরলেন আইনমন্ত্রী। তিনি জানান, সংবিধানে বলা আছে, হিন্দু, শিখ এবং বৌদ্ধ ছাড়া অন্য কোনও ধর্মের মানুষ তপশিলি জাতির অন্তর্ভুক্ত বলে মান্যতা পাবে না। আইনমন্ত্রী এও বলেন, এই নিয়ে কোনওরকম সংশোধনের প্রস্তাব আনা হয়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে