বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১২:০৯:৫৬

কোরআন ছুঁয়ে শপথ নিলেন মার্কিন কাউন্সিলম্যান

কোরআন ছুঁয়ে শপথ নিলেন মার্কিন কাউন্সিলম্যান

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র কোরআন ছুয়ে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নূরন্নবী। তিনি চতুর্থ দফায় কাউন্সিলম্যান হিসেবে শপথ নেন। ড. নবী গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হন। সোমবার রাতে তার এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন টাউনশিপের ক্লার্ক ক্যারল টরেস। এসময় পাশে পবিত্র কোরআন ধরেছিলেন তার স্ত্রী বিজ্ঞানী ড. জিনাত নবী। সেখানে ছিলেন প্লেইন্সবরোর মেয়র পিটার এ সেন্টো, ইস্ট উইন্ডসোরের মেয়র জেনিস এস মিরোনভ, অঙ্গরাজ্য সিনেটর লিন্ডা গ্রিনস্টাইন, ডেনিয়েল আর বেনসন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। মুক্তিযোদ্ধা, লেখক এবং বিজ্ঞানী ড. নূরন্নবী এই সিটির ২৫ সহস্রাধিক অধিবাসীর সঙ্গে গভীর সম্পর্ক রচনা করেছেন। এ সিটিতে বাংলাদেশি পরিবার রয়েছেন মাত্র ৬টি। অন্য সকলেই শ্বেতাঙ্গ আমেরিকান। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং ইউএস কমিটি ফর সেকু্যলার এন্ড ডেক্র্যিাটিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নবী ২০০৭ সাল থেকেই এই সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ডেমক্র্যাটিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গেও তার রয়েছে গভীর সম্পর্ক। কাউন্সিলম্যান ড. নূরন্নবী বলেন, আমি সর্বাত্মক চেষ্টায় রয়েছি প্রবাসীদেরকে মূলধারায় আরেও বেশি সম্পৃক্ত করার জন্যে। তাহলেই মাতৃভূমি বাংলাদেশের কল্যাণে মার্কিন প্রশাসনকে বেশী ব্যবহার করা সম্ভব হবে। সূত্র: এনআরবি নিউজ ০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে