মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ০৩:২১:২৮

ভয়াবহ পরিণতির বিষয়ে সেনাবাহিনীকে সতর্ক করল জাতিসংঘ, রেল লাইন বন্ধ করলো বিক্ষোভকারীরা

ভয়াবহ পরিণতির বিষয়ে সেনাবাহিনীকে সতর্ক করল জাতিসংঘ, রেল লাইন বন্ধ করলো বিক্ষোভকারীরা

 আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ইয়াঙ্গুন ও দক্ষিণাঞ্চলীয় একটি শহরের রেল লাইন বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার জাতিসংঘ দূতের ভয়াবহ পরিণতির বিষয়ে সেনাবাহিনীকে সতর্ক করার কয়েক ঘণ্টার পর রেল লাইন অবরোধ করা হয়। রাস্তায় সাঁজোয়া যান ও সেনাদের উপস্থিতি থাকলেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন প্রতিবাদকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সামরিক শাসনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহর ও নগরে বিক্ষোভ, অসহযোগিতা ও ধর্মঘটে সরকারের বিভিন্ন কার্যক্রম থমকে গেছে।

মঙ্গলবার বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে অসহযোগ আন্দোলনের সমর্থনে ইয়াঙ্গুন ও দক্ষিনাঞ্চলীয় শহর মাউলামিনের রেল লাইনে অবস্থান নেয়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভকারী স্লোগান দেয়, অবিলম্বে আমাদের মুক্তি দাও, জনগণের ক্ষমতা ফিরিয়ে দাও।

ইয়াঙ্গুনের আরও দুটি স্থানেও বিক্ষোভকারীরা জড়ো হয়। একটি হলো চিরাচরিত বিক্ষোভের স্থান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে, আরেকটি হলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে। দ্বিতীয় স্থানে বিক্ষোভকারী অসহযোগ আন্দোলনে যোগ দিতে ব্যাংক কর্মীদের আহ্বান জানায়।

প্রায় ৩০ জন বৌদ্ধ ভিক্ষু অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রার্থনার মাধ্যমে। গত কয়েক দিনের তুলনায় সোম ও মঙ্গলবার বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল কম। তবে দেশব্যাপী ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার ভোরে দ্বিতীয়বারের মতো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জান্তা সরকার। তবে স্থানীয় সকাল ৯টার দিকে আবার তা চালু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে