বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১২:৪৩:৫১

‘হাইড্রোজেন বোমা’ ফাটাল উত্তর কোরিয়া, সৃষ্টি হলো ৫ মাত্রার ভূমিকম্প

‘হাইড্রোজেন বোমা’ ফাটাল উত্তর কোরিয়া, সৃষ্টি হলো ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : এবার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়া। পরিত্যক্ত পরমাণু বিস্ফোরণস্থলে পরীক্ষা করা হয়েছে ফিউশন বোমের। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিল উত্তর কোরিয়া। স্থানীয় সময় অনুসারে বুধবার সকাল ১০টার সময় নিক্ষেপ করা হয় হাইড্রোজেন বোমাটিকে। সকালেই ভূমিকম্প হয় পরমাণু পরীক্ষাগারের কাছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল পুঙ্গেইরি পরমাণু পরীক্ষা কেন্দ্রের কয়েক কিলোমিটারের মধ্যেই। এরপরই সুর চড়াতে শুরু করে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান। তাদের অভিযোগ ছিল পরমাণু বোমার পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তড়িঘড়ি বৈঠকেও বসে দক্ষিণ কোরিয়ার প্রশাসন। আর তারমধ্যেই সাংবাদিকদের সাথে বৈঠক করে উত্তর কোরিয়াও। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দেশটির পুংগাই-রি এলাকায় হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে দেশটি। এতে ওই এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে দেশটির আবহাওয়া সংস্থার মতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ২। এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে মোট ৩ বার ভূগর্ভে পরমাণু পরীক্ষা করেছে পিয়ং ইয়াং এসব পরীক্ষার সবগুলোই পুংগাই-রি নামের একটি স্থাপনায় চালানো হয়। ফলে মার্কিন রোষানলে পড়ে দেশটি। আরোপ করা হয় নিষেধাজ্ঞা। জাপানের মন্ত্রিসভা সচিব ইয়োশিহিদে সুগা বলেন, আগের ঘটনাগুলো বিবেচনা করে বলা যায়, এটি উত্তর কোরিয়ার একটি পরমাণু পরীক্ষা হতে পারে। প্রসঙ্গত, হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ‘থার্মোনিউক্লিয়ার বোমা’ নামেও এটি পরিচিত। সাধারণ পারমাণবিক বোমার সঙ্গে এর মূল পার্থক্যটা হলো, এটি হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে বিস্ফোরিত হয়। অন্তত ৫০ কিলোটন ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে এ বোমা। ০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে