বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ০৭:২৬:২৯

একই মাঠে মোদি-মমতার সমাবেশ, হুগলিতে দু'পক্ষের মধ্যে উত্তেজনা

একই মাঠে মোদি-মমতার সমাবেশ, হুগলিতে দু'পক্ষের মধ্যে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক : ৪৮ ঘণ্টার ব্যবধানে একই মাঠে নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জীর সমাবেশকে ঘিরে হুগলিতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রস্তুতি দেখতে বুধবার একইসময়ে দু'পক্ষের মাঠ পরিদর্শন বিষয়টিতে আরও উত্তাপ ছড়িয়েছে। ২২ ফেব্রুয়ারি হুগলিতে সমাবেশ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বারবার তাই জেলা ও রাজ্য নেতারা সভার আয়োজন নিয়ে ব্যস্ত। বুধবার সকালে সেই মাঠে হাজির হলেন তৃণমূলের নেতারাও। কারণ একদিন পর সেখানেই সমাবেশ করবেন তৃণমূল প্রধান মমতা ব্যানার্জী। এদিন সকালে মাঠ পরিদর্শনে আসেন স্থানীয় বিজেপি সংসদ সদস্য লকেট ব্যানার্জী। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌছে যান তৃণমূল নেতারাও।

মাঠ পরিদর্শন করেন দলের জেলা সভাপতি দিলীপ যাদব, নেত্রী অসীমা পাত্র প্রমুখ। একই সঙ্গে দু'দলের মাঠ পরিদর্শনের সময় ছিল টান টান উত্তেজনা। পাল্টা মাঠ পরিদর্শনের কর্মসূচি থেকেই মমতা ও তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি- তৃণমূল 'ভয় পেয়ে' একই মাঠে সভা আয়োজন করেছে।

এসময় দিলীপ যাদব সাংবাদিকদের বলেন, ''আমরা উন্নয়নের কথা বলি। প্রধানমন্ত্রী হয়তো আরও বেশ কয়েকবার আসবেন। কিন্তু সাধারণ মানুষ জানেন, তিনি বাংলার মানুষের কোনও উপকার করেননি। বাংলার সংস্কৃতি-ঐতিহ্যকে নষ্ট করেছেন। বাংলার অর্থনীতিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন। যিনি বাংলার উন্নয়ন করেছেন, তার নাম মমতা বন্দোপাধ্যায়।'' সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে