বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০১:৫২:০৮

যে কারণে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে

যে কারণে মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সেনাবাহিনীতে আত্মহত্যার হার দিন দিন বেড়েই চলছে। তবে তা গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে আশংকাজনকভাবে বেড়েছে। এ কথা বলা হয়েছে খোদ মার্কিন সেনাবাহিনীর এক প্রতিবেদনে। মার্কিন ডিফেন্স সুইসাইড প্রিভেন্সন অফিস এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভসহ চাকরিরত মার্কিন সেনাবাহিনীর সব শাখায় গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে। ২০১৪ সালের একই সময়ের তুলনায় এ হার বেড়েছে। এতে বলা হয়েছে, ২০১৪ সালে চাকরিতে সক্রিয় সেনা সদস্যদের মধ্যে ৫৭ জন আত্মহত্যা করেছিল। কিন্তু গতবছর এ সংখ্যা বেড়ে ৭২’এ পৌঁছেছে। অন্যদিকে একই সময়ে রিজার্ভে সেনাদের আত্মহত্যার সংখ্যা ৪৮ থেকে বেড়ে ৭০’এ দিয়ে ঠেকেছে। একই সময়ে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে মেরিন কোরে। এ বাহিনীতে ২০১৪ সালে ৬ জনের আত্মহত্যার ঘটনা ঘটলেও ২০১৫ সালে তা এক লাফে ১৩’তে যেয়ে ঠেকে। প্রতিবেদনে আত্মহত্যার কারণ নিয়ে কোনো মন্তব্য করা হয় নি। তবে বিশ্লষকরা বলছেন, বিদেশে দীর্ঘদিন মোতায়েন, যুদ্ধ ফেরত সেনাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত না করা, মানুষ হত্যার জন্য অনুতাপ, পারিবারিক কলহসহ নানা কারণে দেশটির সেনা সদস্যদের আত্মহত্যার প্রধান কারণ। ০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে