বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০২:২৪:৪৮

কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক প্রেসিডেন্টের, ক্ষুব্ধ ভারত

কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক প্রেসিডেন্টের, ক্ষুব্ধ ভারত

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুেত নতুন করে বিতর্ক শুরু হল। ভারত যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা এবং ভারতের পাঠানকোটে জঙ্গী হামলার পর এই বিস্ফোরক মন্তব্য করলেন পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন। মঙ্গলবার ইসলামাবাদে হুরিয়ত নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ। পাকিস্তান আগামী দিনেও কাশ্মীরিদের আন্দোলনকে সমর্থন করে যাবে। পাক প্রেসিডেন্ট বলেন, কাশ্মীর ভারতীয় উপমহাদেশের একটি অমীমাংসিত এজেন্ডা। কাশ্মীরে ভারতের মানবতাবিরোধী কাজ বন্ধ করা উচিত। তিনি আরও বলেন, পাকিস্তান শব্দটির মধ্যে ‘কে’ অক্ষরটি কাশ্মীরকে বোঝাতেই ব্যবহার করা হয়েছে। তাই কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ। ভারতের পাঠানকোটে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত এর দায় পাকিস্তানের ওপর চাপাতে চাইছে। তার মধ্যেই পাকিস্তানের প্রেসিডেন্টের এমন মন্তব্য নতুন করে দু’দেশের সম্পর্কে চিড় ধরাতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভারত বরাবরই কাশ্মীর ইস‌্যু নিয়ে আলোচনায় বসতে নারাজ। ফলে দেশটি এর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাতে পারে। ০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে