তরুণীদের সফল হওয়ার নতুন মন্ত্র শেখালেন জুকারবার্গ
আন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রজন্মের মহিলাদের অসাধরণ এক পরামর্শ দিলেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ। আর তা হলো- 'বুদ্ধিমান, পাগলাটেদের সঙ্গে ডেট করো না, নিজেই এমনটা হয়ে দেখাও।'
মার্কের প্রশংসায় পঞ্চমুখ প্রৌঢ়া ডারলেন হ্যাকেমের লরেটো তাঁর লেখেন, ‘আমি সব সময় আমার নাতনিদের বলি স্কুলে বুদ্ধিমান, পাগলাটে ছেলেদের ডেট করতে। হয়তো এক দিন সে কোনও মার্ক জুকেরবার্গ হয়ে উঠবে! ফেসবুককে ধন্যবাদ, আমি পরিবার, পুরনো বন্ধু, সহপাঠীদের সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি।’
এর জবাবে জুকেরবার্গ লেখেন, ‘এর থেকেও ভাল হবে যদি আপনি তাদের নিজেদেরই এমন হয়ে দেখানোর উত্সাহ দেন। ওরাই হয়ে উঠতে পারে পরবর্তী সফল আবিষ্কারক।’
মার্কের মন্তব্যের পরই লাইকে ভরে গিয়েছে ফেসবুক পেজ। স্বাভাবিক ভাবেই এই মন্তব্যে উঠে এসেছে তথ্য প্রযুক্তি সংস্থায় লিঙ্গ-বৈষম্য প্রসঙ্গ। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর পরেও এখনও সমাজ মহিলাদের পুরুষদের মুখাপেক্ষী হিসেবে দেখতেই অভ্যস্ত। মার্ক জুকেরবার্গ ও লরেটোর কথোপকথনে উঠে এসেছে সেই ছবিই। সূত্র: আনন্দবাজার
০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�